এস এ পরিবহনে নগদ টাকা পাঠানোর চার্জের তালিকা ২০২৪

খুব দ্রুত সময়ে সারা বাংলাদেশ ব্যাপী এস এ পরিবহনের মাধ্যমে নগদ টাকা পাঠাতে * নগদ টাকার চার্জ কথা ভাবতে হয়। নিচের র্চাটের মাধ্যমে জেনে নিতে পারেন। এস এ পরিবহনে টাকা পাঠাতে কেমন খরচ হয়।

এস এ পরিবহনে নগদ টাকা পাঠানোর চার্জ


ক্রমিক নং টাকার পরিমান বুকিং চার্জ (টাকা)
১০০০ টাকা পর্যন্ত নূন্যতম চার্জ ৩০ টাকা
১,০০১ টাকা থেকে ৩,০০০ টাকা পর্যন্ত প্রতি হাজারে ১৫ টাকা
৩,০০১ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত নির্ধারিত চার্জ ৫০ টাকা
৫,০০১টাকা থেকে ৪০,০০০ টাকা পর্যন্ত প্রতি হাজারে ১০ টাকা
৪০,০০১ টাকা থেকে ৫০,০০০ টাকা নির্ধারিত চার্জ ৪০০ টাকা
৫০,০০১ টাকা থেকে ১,০০,০০০ টাকা / অর্দুধ্ব প্রতি হাজারে ৮ টাকা


* তাথক্ষনিক ডেলিভারীর ক্ষেত্রে ইমারজেন্সী ৫০ টাকা মূল র্চাজের সাথে যোগ হবে।

* টাকা বুকিং এর এক্ষত্রে টাকার পরিমান অংকে ও কতায় স্পষ্ট করে লিখতে হবে।

* টাকা পরিমান ও দূরত্ব অনযায়ী হোম ডেলিভারী র্চাজ নির্ধারিত হবে।

* স্বর্ণালংকার বুকিংয়ের ক্ষেত্রে দাম নির্ধারণপূর্বক উপরোক্ত টাকার চার্জ অনযায়ী বুকিং হবে।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন
BD FILE